Jul 19, 2014

কি আসে যায় কার


ছোট্ট দুহাত ছুঁয়ে আছে শীতল কঠিন কফিন,
দুচোখ জুড়ে প্রশ্ন তবু  ঠোঁটে হাসি অমলিন
জন্ম কি তাই জানে কি যে মৃত্যু কি তাই বুঝবে?
যতই বিদায় জানাক না সে দিন ফুরালেই খুঁজবে
যার আঙুল ধরে হাঁটতে শেখা, কাঁধে চড়ে ঘোরা,
তার পায়ে পায়ে খেলা করা, ডানায় চেপে ওড়া
বাবা তো রোজ কাজে যায়, কাজ ফুরালেই আসে-
তার ছোট্ট বাসার ছোট্ট কোণে ছোট্ট মেয়ে বসে
আজকে যতই সবাই তাকে বলুক বিদায় দিতে,
বাবা কারুর হারায় নাকি, ফিরবে আমায় নিতে
সকাল হলেই কোলে নেবে, অনেক আদর দেবে,
ছোট্ট মেয়ে রাতের বেলায় ঘুমায় যে তাই ভেবে
ঘুম ভাঙবে, মন ভাঙবে, সব কিছু ছারখার
তবু
কোথায় কে এক বাপ হারালো, কি আসে যায় কার।।

No comments:

Post a Comment