তোমাদের চোখ রাঙানি অনেক হল, আর না ।
কি ভেবেছ, আমরা শুধুই খেলনা আর ফেলনা?
ঘরের কাজ কর বলে এতই দেমাক! সয় না ।
বাইরের কাজ আমরাও করি, তখন কিছু হয় না?
ভুল করলেই কথা শোনাও, কিছুই তো বাদ যায় না
আবার ভালো কাজের নাম নিয়ে যাও, এমনতর সেয়ানা!
নাম চাই না, যশ চাই না, গালমন্দও চাই না ।
তোমাদের থেকে আলাদা নই , সমান আমরা, তাই না?
অনেকদিন তো এমন চলল নিজেদের বদলাও না,
অনেক হল সহ্য করা, থামাও এবার, আর না ।।
No comments:
Post a Comment