চীনের মানুষ পাঁচিল গড়ে দেশ বাঁচাবে বলে,
আবার কোথাও পাঁচিল ওঠে দেশ ভাগেরই ছলে |
ভাঙতে ভাঙতে অনেক কিছুই, ক্লান্ত হয়ে থামি,
ভাঙা-গড়ার খেলায় মেতে পাঁচিল গড়ি আমি |
দেশ বাঁচানোর জন্য তো নয়, দেশ ভাঙতেও না,
নিজের ভিতর লুকিয়ে আছে, সবার অজানা |
শৈশব বেয়ে, কৈশোর ছুঁয়ে, যৌবনেরই শেষে,
জীবন স্রোতে বয়ে গেছি এদিক-ওদিক ভেসে |
চাওয়া-পাওয়ার লড়াই লড়ে কেবল হিসাব করা,
ঠিক-ভুলেরই খেলা খেলে হাজারবার মরা |
মরতে মরতে মরা ফুরায়, লড়তে লড়তে লড়া,
তখন শেষে শুরু করি শক্ত পাঁচিল গড়া |
বুদ্ধি বলে অনেক কিছুই, মন তো মানে না,
সারাক্ষণ এই যুদ্ধ চলে, ক্লান্ত দুজনা |
আজকে কঠিন পাঁচিল গড়া বুদ্ধি-মনের মাঝে,
আর তো কোথাও দ্বন্দ্ব নেই, শান্তি সকাল-সাঁঝে |
বুদ্ধি নিক বহির্জগত, আমি অবাধ্য এক কন্যে,
No comments:
Post a Comment