Aug 10, 2011

অগ্নীশ্বর

তুই  যে  আমার  পরম  বন্ধু  -  চরম  দুঃখে , মরম ব্যথায় 
তোকেই  বুকে  জড়িয়ে  ধরি  অজানা  কোন  সুখের  আশায় 
তুই যে  আমার স্বপ্ন  পূরণ  রুক্ষ  কঠিন  এই  দুনিয়ায় 
যেথায়ে   মিথ্যা  বাস্তবেতে  মনের  মানিক  কোথাযে  হারায়  
জানিস , তোকে  নাম  দিয়েছি , কোলে এলে  ডাকব  যখন 
ছোট্ট আঙুল বাড়িয়ে  দিবি  মুঠোয়  ভরে  ধরব  তখন .
 নিজের  যত  না  পাওয়া  সব , ফুরিয়ে  যাওয়া  ইচ্ছে  যত
ভরিয়ে  দেব  তোর  ঝুলিকে , সাজিয়ে  নিস  নিজের  মত .
জগতটা  যে সহজ  না রে , সাদা  মানেই  সাদা তো নয়ে ,
বেঁচে   থাকা  কঠিন রে খুব , লড়াই  করে  বাঁচতে  হয়  .
আগুন  দিয়ে  হাঁটতে  হবে , ঝলসে  যাবে  জীবন  খানিক ,
তাই  তো তুই  অগ্নীশ্বর , সাত  রাজার ধন  আমার মানিক.
ঝলসে  গেলেও  পুড়বি  না তুই, হোচট  খেলেও  হারবি  না যে
দুঃখ , আঘাত , বিপদ , বাধায়  থাকবি  সদা  হাসি  মুখে .
কিন্তু  তবু  বুক যে কাঁপে  , বল  দেখি  কোন ভরসাতে 
আনব  তোকে  প্রানে  ধরে  অসহ্য    এই পৃথিবীতে ?  
চোখ  মেলে  তুই দেখিস  যদি  মায়ের  কোল  ক্ষতয়ে  ভরা ,
কান  পেতে  তুই শুনিস  যদি দুষছে  মাকে  শুধুই  ওরা .
তবু  কি  তুই আসবি  ছুঁতে  , বসবি  তোর এই মায়ের কোলে?
ডাকবি  তবু মা  বলে  তুই? বাসবি  ভালো  তবুও  মাকে ?

No comments:

Post a Comment